ডেস্ক রিপোর্ট : সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে সারাদেশে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।
বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করবেন। নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খরব-
খুলনা : মেলা উপলক্ষে নগরীর শিববাড়ি মোড় থেকে শোভাযাত্রা বের হয়। মেলায় প্রতিদিন এসডিজি, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, তথ্য-প্রযুক্তির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।
রংপুর : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।
রাজশাহী : রাজশাহী কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের এমপি আখতার জাহান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া ও সমাজসেবক শাহীন আক্তার রেনী।
নীলফামারী : সকালে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আকবর হোসেন, নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন, জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান, নীলফামারী উন্নয়ন মেলার আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেএম এরশাদ আহসান হাবিব প্রমুখ অংশ নেন।
গোপালগঞ্জ : মেলা উপলক্ষে বের হওয়া শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার এসএম এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবুসহ সরকারি কর্মকর্তারা অংশ নেন।
কিশোরগঞ্জ : পুরাতন স্টেডিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি দিলার বেগম আছমা। এ মেলায় ৭৫টি স্টলে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেরউন্নয়ন অগ্রযাত্রা জনগণের সামনে তুলে ধরা হচ্ছে।
কুষ্টিয়া : মেলা উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। এতে জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার প্রলয় চিসিমসহ জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।
পিরোজপুর : সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. খায়রুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএমএ আউয়াল, জাতীয় সংসদ বিষয়ক সচিবালয়ের সিনিয়র সচিব আব্দুর রব হাওলাদার, অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রফেসর সাকিলুর রহমান প্রমুখ।
লক্ষ্মীপুর : সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়।এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, সিভিল সার্জন মোস্তফা খালেদ আহমদ, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সিরাজগঞ্জ : শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না। পরে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন প্রমুখ।