
মিটফোর্ড, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে যশোরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ছাত্র-জনতা। শনিবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে যশোর প্রেস ক্লাবের সামনে ‘সাধারণ ছাত্র-জনতার’ ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা পাথর দিয়ে মানুষ হত্যার মতো বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, দেশজুড়ে ক্রমবর্ধমান চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধী চক্রের দৌরাত্ম্য, ক্ষমতার প্রতি সীমাহীন লোভ ও বিচারহীনতার সংস্কৃতিই এ ধরণের নৃশংসতার মূল কারণ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া চাঁদাবাজি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। সামান্য ঘটনাকে কেন্দ্র করে মবের মতো ঘটনা প্রায়শ ঘটছে, যা সভ্য সমাজের জন্য লজ্জাজনক। একইসঙ্গে ক্ষমতার অপব্যবহার করে একটি গোষ্ঠী আইনের ঊর্ধ্বে উঠে একের পর এক অপরাধ করে যাচ্ছে। এসব ঘটনার পরে অনেক ক্ষেত্রেই অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছে বা দ্রুত বিচার প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছে না।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক ইমরান খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমএম কলেজ শাখার সংগঠক খন্দকার রুবাইয়া, যশোর পৌর নাগরিক কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক তসলিম উর রহমান প্রমুখ।