
নিজস্ব প্রতিবেদক : সারা দেশে পারিবারিক সহিংসতায় ২৬৮ জন নারীর মৃত্যু হয়েছে, যার মধ্যে স্বামীর নির্যাতনে নিহত হয়েছেন ১৫৮ জন। আহত হয়েছেন ২১১ জন নারী।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সংস্থাটি দাবি করছে, চলতি বছরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত আশঙ্কাজনক হারে নারীরা নির্যাতনের শিকার হয়েছেন। তালিকায় থাকা নারীর বাইরেও আরো অনেকে আছেন যারা নির্যানতের শিকার হয়েছেন।
সংস্থার চেয়ারম্যান সিগমা হুদা বলেন, পারিবারিক নির্যাতনের বিষয়টি খুবই উদ্বেগের বিষয়। কঠোর আইন থাকার পরও এই সমস্যা সমাধান হচ্ছে না। ফলে নারীরা কোথাও তাদের নিরাপদ মনে করছেন না।
তিনি বলেন, মানুষের নৈতিক অবক্ষয় ও সঠিক পারিবারিক মূল্যবোধের অভাবেই এসব ঘটনা ঘটে। এ সমস্যা প্রতিরোধে আমাদের আরো সচেতন হতে হবে। পাশাপাশি সঠিকভাবে আইনের প্রয়োগ থাকতে হবে, অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।