সারা দেশে পালিত হচ্ছে ঐতিহাসিক জেলহত্যা দিবস

ডেস্ক রিপোর্ট : নানা কর্মসূচির মধ্যদিয়ে বৃহস্পতিবার সারা দেশে ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত হচ্ছে।

১৯৭৫ সালের এই দিনে জাতীয় চার নেতাকে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। রাইজিংবিডির নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খরব-

গাজীপুর : সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোরআন তেলাওয়াত, রক্তদান কর্মসূচি, আলোক চিত্র প্রদর্শনী হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, জেলা আওয়ালী লীগের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদী শামীম প্রমুখ।

বিকেলে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের উপস্থিত থাকার কথা রয়েছে।

বরিশাল : সকালে জেলা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য তালুকদার মোহাম্মাদ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ।

কিশোরগঞ্জ : বেলা ১১টায় বিজয় চত্বরে সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তখলা সাংস্কৃতিক আন্দোলন সংগঠন। পরে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির সদস্য সচিব শেখ সেলিম কবির।

নড়াইল : দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সহসভাপতি ফজলুল রহমান জিন্নাহ, পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরোজা খানম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচীন চক্রবর্ত্তী প্রমুখ উপস্থিত ছিলেন।