
বিনোদন ডেস্ক : অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। অনেক জল্পনা-কল্পনা শেষে অভিষেক কাপুর পরিচালিত কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তার। এ সিনেমায় তার বিপরীতে থাকবেন সুশান্ত সিং রাজপুত। কিন্তু মেয়ের সিনেমায় অভিনয়ের সিদ্ধান্তে সম্ভবত খুশি নন সাইফ।
সারার অভিষেক নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাইফ বলেন, ‘আমি কিছুটা নার্ভাস। ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ভয়টা হচ্ছে ড্রাইভিং ফ্যাক্টর। সে (সারা) কেন এটা চাইছে? সে কোথা থেকে লেখাপড়া করেছে খেয়াল করুন। লেখাপড়া শেষ করে নিউ ইয়র্কে থেকে চাকরি না করে সে কেন এটা করছে? আমি অভিনয়কে ছোট করে দেখছি না কিন্তু এটি কোনো স্থিতিশীল পেশা নয়। সবাই সবসময় ভয়ে থাকে। আপনার সবটুকু উজার করে দিয়ে যে আপনি সফল হবেন তার কোনো নিশ্চয়তা নেই। কোনো মা-বাবাই চাইবে না তাদের সন্তানের এমন জীবন হোক।’
এ অভিনেতা জানান, সুশান্ত সিং রাজপুতের বিপরীতে কেদারনাথ সিনেমায় সারার অভিনয়ের সিদ্ধান্তে তার কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু যে কোনো বিষয়ে পরামর্শর জন্য তিনি সবসময় সারার পাশে থাকবেন। তিনি বলেন, ‘না, সারার সিনেমার সিদ্ধান্তে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তবে তার কোনো পরামর্শ দরকার হলে আমি তার সঙ্গে কথা বলার জন্য আছি। আমি জানি সে কি করছে এবং আমরা অন্যান্য বিষয়ের মতো সিনেমা নিয়েও কথা বলি।’