
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- তুষার হাবিব ওরফে আইয়ুব ও আবু বকর সিদ্দিক।
বৃহস্পতিবার দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। তুষার কাপড়ের ব্যবসা এবং আবু বকর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির আড়ালে জঙ্গিবাদে জড়িত। দুজনেরই গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে।’