
সংসদ প্রতিবেদক : সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, ‘সার্চ কমিটি হোক আর নির্বাচন কমিশন হোক, কোনো জায়গাতেই বিএনপির পেয়ারের লোক আসার সুযোগ নেই।’
বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য।
আব্দুল মান্নান বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতাবলে সার্চ কমিটি গঠন করেছেন। সেই সার্চ কমিটি গঠন করার পর বিএনপি প্রেস কনফারেন্স করে অভিযোগ করল, সার্চ কমিটিতে যারা আছেন, তারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ থেকে এসেছেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ধারক-বাহক। কাজেই যারাই সার্চ কমিটিতে এসেছেন, তারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক। আর মুক্তিযুদ্ধের পক্ষের লোক বিএনপি-জামায়াতের বন্ধু হবেন না, এটাই তারা মনে করেন। এই দেশে সার্চ কমিটি হোক আর ইলেকশন কমিশন হোক কোনো জায়গাতেই মুক্তিযুদ্ধবিরোধী কোনো লোকের আসার সুযোগ নেই। কাজেই তাদের (বিএনপি) পেয়ারের কোনো লোক এই জায়গাগুলোতে আসবেন না, এটাই স্বাভাবিক।’
আব্দুল মান্নান আরো বলেন, ‘বিএনপি যেকোনো পরিস্থিতি, যেকোনো অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণ, সবকিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে এই সংসদ। আর এই সংসদে তাদের কোনো অবস্থান নেই। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বয়কট করা তাদের কত বড় ভুল ছিল, বিএনপি আজ তা মর্মে মর্মে উপলব্ধি করে। এজন্য বিএনপি ১০টি আসন পেলেও নির্বাচনে অংশ গ্রহণ করবে।’
পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ প্রসঙ্গে ড. ইউনূসের সমালোচনা করে তিনি বলেন, ‘বিশ্বব্যাংক অন্যায়ভাবে চক্রান্ত করে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়ে মনে করেছিল, বাংলাদেশে পদ্মা সেতু হবে না। কিন্তু বঙ্গবন্ধুকন্যা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ শুরু করে আজ বিশ্বব্যাংকের মুখে ঝামা ঘঁষে দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘ড. ইউনূস হিলারি ক্লিটনের সঙ্গে যৌথভাবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছেন। কয়েকদিন আগে সংসদে প্রধানমন্ত্রী বিস্তারিত বলেছেন। আর প্রধানমন্ত্রীর সেই বক্তব্যকে অসত্য বলে ধৃষ্টতা দেখিয়েছে ইউনূস সেন্টার।’
গাইবান্ধার সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আব্দুল মান্নান বলেন, ‘এক মাসের অধিক সময় হলো, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার তৎপরতা থাকলেও আজ পর্যন্ত খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবিলম্বে লিটনের খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’