সার্ভারজনিত সমস্যা, আগামীকাল থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু

সার্ভারজনিত সমস্যার কারণে মঙ্গলবার (১৩ জুলাই) ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়নি। বুধবার (১৪ জুলাই) থেকে টিকিট বিক্রি শুরু হবে।
ট্রেনের টিকিট বিক্রির সময় পরিবর্তন

জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে শুরু হবে ট্রেনের টিকিট বিক্রি। এদিন দেওয়া হবে ১৬, ১৭ ও ১৮ জুলাইয়ের আগাম টিকিট।

এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী।

তিনি জানান, দীর্ঘদিন সার্ভার বন্ধ থাকায় টিকিটিং ব্যবস্থাপনায় কিছুটা জটিলতা দেখা দেওয়ায় মঙ্গলবার থেকে টিকিট দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। তাছাড়া সব ট্রেন চলছে না, ফলে টিকিটের রি-শিডিউল করতে অনেক সময় লেগে গেছে। এ কারণে সময়মতো টিকিট বিক্রি শুরু করা যায়নি। যে কয়টা ট্রেন চলবে তার সিরিয়াল ঠিক করে আসন বিন্যাস সময়মতো শেষ করতে না পারায় বুধবার সকাল ৮টা থেকে শুরু হবে ট্রেনের ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি।

প্রসঙ্গত, আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।