
বলিউডের বর্তমান সুপারস্টার সালমান খান তার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘বিবি হো তো অ্যায়সি’ তে পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ১১ হাজার রুপি। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া সেই ছবিতে রেখা, ফারুখ শেখের মতো বড়ো বড়ো তারকারা অভিনয় করেছিলেন, আর সালমান পেয়েছিলেন নায়কের ভাইয়ের চরিত্র।
সময়টা কম নয়, বলিউড ইন্ড্রাস্ট্রিতে তিন দশকের বেশি সময় ধরে কাজ করছেন ‘ভাইজান’-খ্যাত তারকা সালমান খান। বলিউডে নিজের একটা পরিচয় তৈরি করার জন্য অনেক ঘাম ঝড়াতে হয়েছে তাকে। আর সেই কষ্টের ফসল হিসেবে অর্জন করেছেন বলিউডের সুপারস্টার খ্যাতি।
এই বলিউড অভিনেতা নিজেই এক সাক্ষাতকারে ৩৩ বছর আগে করা তার প্রথম ছবির পারিশ্রমিকের কথা জানিয়েছিলেন। আর প্রথম সিনেমার পরের বছরই সুপারহিট ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’-তে অভিনয় করে খ্যাতির মুখ দেখেন সালমান। সেই থেকেই বলিউডের নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি।
২০১৫ সালে আন্তর্জাতিক পত্রিকা ‘ফোর্বস’-এ বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ১০০ জন বিনোদন তারকার তালিকা প্রকাশ করা হয়। সেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে ৭১ নম্বরে ছিল সালমানের নাম। পরে ২০১৮ সালেও একই তালিকায় নাম ওঠে তার। ওই বছর ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা হিসেবে সালমানের নাম সেখানে স্থান পায়। আর এর পর থেকেই সালমান বলিউডের সুপারস্টার এর খ্যাতি অর্জন করেন।