
বলিউড সুপারস্টার সালমান খান ও তাঁর ভগ্নিপতি আয়ুশ শর্মা অভিনীত ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ এ বছরে অন্যতম প্রতীক্ষিত সিনেমা। প্রথম বারের মতো আয়ুশের সঙ্গে সালমানের ম্যাজিক দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।
এরই মধ্যে সুখবর, অবমুক্ত হয়েছে সিনেমাটির নতুন গান ‘ভাই বা বার্থডে’। ইউটিউবে মুক্তির পর নেটিজেনদের প্রশংসায় ভাসছে গানটি। হু হু করে বাড়ছে ভিউ।
ইন্ডিয়া ডটকমের খবর, বন্ধু শাহরুখ খানের জন্মদিনকে সামনে রেখে গানটি মুক্তি দিয়েছেন সালমান খান। দুই মিনিট ১৯ সেকেন্ডের আয়ুশকে তাঁর ভাইয়ের জন্মদিন উদযাপন করতে দেখা যাচ্ছে। তাঁর নাচও নজর কেড়েছে সবার। সালমান খান এ সিনেমায় পুলিশের ভূমিকায় রয়েছেন।
যা হোক, আগামী ২৬ নভেম্বর মুক্তি পাচ্ছে সালমান-আয়ুশের ‘অন্তিম’। এতে আরও অভিনয় করেছেন সাই মাঞ্জরেকার। একই দিনে মুক্তি পাবে জন আব্রাহামের ‘সত্যমেভ জয়তে টু’। এ সিনেমার প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে।