সালমান-ক্যাটরিনার অ্যাকশন টাইগার জিন্দা হ্যায় (ভিডিও)

বিনোদন ডেস্ক : চলতি বছরের বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা টাইগার জিন্দা হ্যায়। সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমাটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। সিনেমাটির প্রকাশিত পোস্টার সেই আগ্রহের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে।

এবার প্রকাশিত হলো টাইগার জিন্দা হ্যায় সিনেমার ট্রেইলার। ৭ নভেম্বর ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয় এটি। ট্রেইলারে দেখা যায়, ইরাকে ভয়ংকর জঙ্গি সংগঠন আইএসসি’র হাতে জিম্মি হন ২৫ জন ভারতীয় নার্স। জঙ্গিদের হাত থেকে নার্সদের মুক্তি করার দায়িত্ব পড়ে টাইগার অর্থাৎ সালমানের ওপর। তার সঙ্গে রয়েছেন পাকিস্তানি গুপ্তচর জয়া অর্থাৎ ক্যাটরিনা কাইফ। শান্তি প্রতিষ্ঠার জন্য দুজন মিলে ঝাপিয়ে পড়েন মিশনে। প্রায় সোয়া তিন মিনিট দৈর্ঘ্যের এ ট্রেইলারে দেখা গেছে সালমান-ক্যাটরিনার অ্যাকশন।

টাইগার জিন্দা হ্যায় সিনেমাটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল এটি। আগের সিনেমাটির মতো এই সিনেমাতেও জুটি বেঁধেছেন সালমান-ক্যাটরিনা। বড়দিন উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

দেখুন : টাইগার জিন্দা হ্যায় সিনেমার ট্রেইলার