বিনোদন ডেস্ক : বলিউডের সুলতান খ্যাত অভিনেতা সালমান খানকে গৃহবন্দি করে রাখা উচিত বলে মন্তব্য করেছেন শিব সেনা এমপি সঞ্জয় রাউত।
এ নেতা আরো জানান, সালমানের পরিবারের কেউ দেশের (ভারতের) জন্য জীবন দেননি, এ জন্যই এ অভিনেতা এতো বক বক করছেন। শনিবার পাকিস্তানি শিল্পীদের ভারতীয় সিনেমায় অভিনয়ের বিষয়ে সালমানের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন রাউত।
রাউত বলেন, ‘দেশ যখন বিপদাপন্ন এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এ সময় সালমান খানকে গৃহবন্দি করে রাখা উচিৎ তার বাবা সেলিম খানের। কারণ কেউ জানে না, তিনি কখন কী বলে তার পরিবারকে বিপদে ফেলেন।’
তিনি আরো বলেন, ‘তার পরিবারের কেউ দেশের জন্য জীবন দেননি। এ জন্যই তিনি এত বক বক করছেন। এমনকি তার বাড়ির সামনে আন্দোলনের বিষয়টি তার ওপর কোনো প্রভাব ফেলেনি।’
সঞ্জয় রাউত বলেন, ‘এক দিকে পাকিস্তানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। অন্যদিকে একই পরিবারের সদস্য হয়ে সালমান বোকার মতো কথা বলছেন।’
শিব সেনা নেতা বলেন, ‘ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির তারকাদের মুখ বন্ধ রাখা উচিত, বিশেষ করে সালমান খানকে।’
এর আগে কাশ্মীরের উরিতে হামলার পর ভারতে পাকিস্তানি শিল্পীদের দেশ ছাড়ার দাবি জানায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নামের একটি সংগঠন।
বিষয়টি নিয়ে দিল্লিতে একটি অনুষ্ঠানে সালমান খান বলেন, ‘শিল্পী এবং সন্ত্রাসীর মধ্যে পার্থক্য রয়েছে। শিল্পীরা অনুমতি নিয়ে আসে, সন্ত্রাসীরা নয়।’