সালমান ঘনিষ্ঠ সাইফ কি লরেন্স বিষ্ণোইদের নিশানায়?

ঘটনা ১৯৯৮ সাল। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠার পর থেকেই লরেন্স বিষ্ণোই গ্যাংদের বাজে নজরে পড়েন বলিউড অভিনেতা সালমান খান। অভিযোগ ওঠে— সালমান দুটি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করেন। আর সেদিন নাকি সালমানের সঙ্গে হাজির ছিলেন নবাব সাইফ আলি খান, অভিনেতা সোনালি বেন্দ্রে ও টাবু । সেই হরিণ হত্যার পর থেকেই সালমানকে ক্ষমা চাইতে বলে সেই বিষ্ণোই গ্যাং। কিন্তু সালমান তা করেননি। ফলে সময় যত গড়িয়েছে, ক্ষোভ ততই বেড়েছে বিষ্ণোইদের।

ফলে গত বছর থেকে নতুন হুমকি পেতে থাকেন বলি ভাইজানখ্যাত অভিনেতা সালমান। এমনকি অভিনেতার ঘনিষ্ঠদেরও নিস্তার নেই বলে হুমকি দেন বিষ্ণোইরা। সে ক্ষেত্রে সাইফ আলি খানের ওপর তারা হামলা করতে পারে বলেও প্রশ্ন উঠছে।

সাইফের ওপর এ হামলার ঘটনায় উসকে উঠছে নানা জল্পনা। বলা বাহুল্য, বি-টাউন তথা সমগ্র মুম্বাইতে তারকামহলে নেমে এসেছে এক মহাআতঙ্ক! বিশেষ করে কয়েক বছর ধরে সালমান খানের ওপর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, ভাইজানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকীকে হত্যা বেশ চর্চিত বিষয় ছিল। এর মধ্যেই সাইফ আলিকে মারাত্মক ছুরিকাঘাতের ঘটনাও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে গালফ নিউজের এক প্রতিবেদনেও সাইফ আলি খানের ওপর এ হামলার পেছনে বিষ্ণোইদের সম্পর্ক থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে জানানো হয়েছে— লরেন্স বিষ্ণোই গ্যাং হলো এমন একটি গ্যাং, যাদের কাজ হচ্ছে— বলিউড তারকাদের হেনস্তা আর জিম্মি করা।

সালমান খানের কৃষ্ণসার হরিণ হত্যার প্রসঙ্গে টেনে আরও উল্লেখ করা হয়েছে— সেখানে সালমানের সঙ্গে সাইফও ছিলেন, আর বিষ্ণোইরা সালমানের ঘনিষ্ঠদেরও ছাড়বে না বলে হুমকি দিয়েছে। হয়তোবা বিষ্ণোইরাও সাইফকে তাদের নিশানায় ফেলেছে বলে জানিয়েছে গালফ।

এদিকে সাইফকে হামলার ঘটনায় মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা ঘটনার তদন্ত শুরু করেছে। এর মধ্যে সাইফের ওপর হামলার ঘটনায় তার বাড়ির এক পরিচারককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আগে থেকেই হামলাকারী ওই বাড়িতে ঢুকে বসেছিলেন বলে মনে করা হচ্ছে। ছিলেন সাইফের কনিষ্ঠ পুত্রের ঘরে। তার বাড়ির এক পরিচারিকার ওপরেও হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ হামলাকারীদের গ্রেফতার করতে না পারলেও এ হামলা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। যদিও প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, চুরির উদ্দেশ্যেই সাইফের ওপর হামলা করে দুষ্কৃতকারী।

উল্লেখ্য, নবাব সাইফ আলি খান নিজের বাড়িতে গত বুধবার গভীর রাতে দুষ্কৃতকারীর হাতে আক্রান্ত হওয়ার পর এখন লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে আপাতত বিপদমুক্ত অভিনেতা। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।