সালাম হত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও মুক্তিযোদ্ধা আবদুস সালাম খান হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি।

বুধবার বিকেলে রাজধানীর শান্তিনগরে কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় নেতারা এ দাবি জানান।

মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন বলেন, যাদের বীরত্বে ও আত্মত্যাগে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেসব বীর মুক্তিযোদ্ধাকে হত্যা সহ্য করা হবে না।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা হত্যাকারীকে গ্রেপ্তার করে এমন শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এভাবে জাতীয় বীর এবং তাদের পরিবারের সদস্যদের ওপর অন্যায়ভাবে হাত তোলার সাহস না পায়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন, প্রেসিডিয়াম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. কাজী সাইফুদ্দীন, শহীদ সংসদ সদস্য নুরুল হক হাওলাদারের কন্যা জোবায়দা হক অজন্তা, সহসভাপতি সাংবাদিক মিজান রহমান ও ওমর ফারুক সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রনি, আব্দুল্লাহ আল মামুন, আল আমিন মৃদুল ও আজহারুল ইসলাম অপু, সহ সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার, দপ্তর সম্পাদক আহমাদ রাসেল, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রতন, কেন্দ্রীয় সদস্য শাহেদ ইমন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক শেখ মো. আবু তাহের বক্তব্য রাখেন।