বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : বাংলাদেশের বাজারে জিআর ফাইভ মিনি হ্যান্ডসেটের দাম কমিয়েছে বিশ্বের দ্বিতীয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। ১৮,৪৯০ টাকা থেকে কমিয়ে ১৬,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে হুয়াওয়ে জিআর ফাইভ মিনির দাম।
৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ও আকর্ষণীয় ডিজাইনের জিআর ফাইভ মিনিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড মার্সম্যালো ৬.০। প্রসেসর হিসেবে রয়েছে শক্তিশালী হাই সিলিকন কিরিন ৬৫০, ১৬ ন্যানোমিটার ৬৪-বিট অক্টা কোর প্রসেসর।
ছবির তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। তথ্য নিরাপত্তায় রয়েছে হুয়াওয়ের দ্বিতীয় প্রজন্মের ৩৬০ ডিগ্রি ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। মেমোরির ক্ষেত্রে রয়েছে ২ জিবি র্যাম, ১৬ জিবি রম এবং মেমোরি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বর্ধিত মেমোরি।