সাহরিতে পাতে রাখুন মজাদার গরুর মাংস ভুনা

গরুর মাংস অন্যতম সুস্বাদু একটি খাবার। ভাত, পোলাও, রুটি বা পরোটা সবকিছুর সঙ্গেই গরুর মাংস খুবই সুস্বাদুকর খাবার।

উপকরণ

  • গরুর মাংস – ১ কেজি
  • পেঁয়াজ-কুচি – ১ কাপ
  • আদা বাটা – ১ টেবিল চামচ
  • রসুনবাটা – দেড় চা-চামচ
  • মরিচ গুঁড়া – স্বাদমতো
  • হলুদগুঁড়া – ১ চা-চামচ
  • কাশ্মীরি মরিচ গুঁড়া ১ চা-চামচ
  • গরম মশলার গুঁড়া- ১/২ চা-চামচ
  • এলাচ- ২টি
  • লবঙ্গ- ২টি
  • দারচিনি- ২টি
  • তেজপাতা – ২টি
  • লবণ – স্বাদমতো
  • তেল – আধ কাপ

প্রস্তুত প্রণালি

গরুর মাংস ছোট পিস করে কেটে তেলে ভেজে নিন। মাংসের গায়ে একটা সাদা স্তর পড়া পর্যন্ত ভাজতে হবে। এরপর তা নামিয়ে নিন। কড়াইতে তেল দিয়ে আদা-রসুনবাটা, হলুদ-মরিচ গুঁড়া, আস্ত গরম মশলা, তেজপাতা, স্বাদমতো লবণ দিয়ে ১ টেবিল চামচ তেলে ভালো করে কষান। তাতে ভাজা মাংসের পিসগুলো দিয়ে গরম পানিতে সিদ্ধ করুন। ঝোল শুকিয়ে গেলে নামিয়ে নিন। তারপর অন্য একটা প্যানে বা কড়াইয়ে বাকি তেল দিয়ে গরম করে নিন। তাতে পেঁয়াজ-কুচি দিয়ে বেরেস্তা করে কাশ্মীরি মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া আর অল্প পানির ছিটে দিয়ে মাংস শুকনো করে কষিয়ে রান্না করতে হবে। লাচ্চা পরোটা বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন গরুর মাংস ভুনা।