সাহসী ফটোশ্যুটে ‘গ্ল্যামার গার্ল’ নুসরত জাহান

ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ২০১৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন টলিউড অভিনেত্রী ও সাংসদ সদস্য নুসরাত জাহান। কিন্তু নুসরতের সুখের সংসার ভাঙনের শোনা যাচ্ছে সংবাদ শিরোনামে। তবে সেই সব ভুলে কাজে মগ্ন নুসরত। বসিরহাটের সাংসদ সদস্য আবার ফটোশ্যুট টলিউডের প্রথম সারির এই অভিনেত্রী নানানভাবে নিজেকে ব্যস্ত রাখছেন। পার্লামেন্টের এই সদস্যের গ্ল্যামারের চর্চা এখন কলকাতার গন্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে দেশের অনন্য প্রান্তেও।

সম্প্রতি এক ফটোশ্যুটে ধরা দিয়েছেন ‘রঙিন’ নুসরত। নিজেই সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানান, ‘রঙের বিস্ফোরণ’।

কখনও গোলাপি প্রিন্টেট পোশাক তো কখনও আবার হলুদ গাউনে মন্ত্রমুগ্ধ করলেন নায়িকা। তাঁর চোখ ধাঁধানো ফটোশ্যুটের ছবি ও ভিডিয়ো দেখে ঘায়েল নেট নাগরিকরা।

 

নুসরাতের ফলোয়ার সংখ্যা ২.৫ মিলিয়ান, ফলোয়ার সংখ্যার বিচারে টলিউড সেলেবদের মধ্যে দু নম্বরে রয়েছেন তিনি। একে রয়েছেন মিমি চক্রবর্তী অভিনেত্রীর চোখ ধাঁধানো ছবি ও ভিডিয়োতে হামেশাই উপচে পড়ে প্রশংসার বন্যা। এবারও তার ব্যাতিক্রম ঘটেনি।