
জ্যেষ্ঠ প্রতিবেদকঃ বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভাষণে প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা ভাইরাসের কারণে দেশের চলমনা পরিস্থিতিতে সার্বিক নির্দেশনা দেবেন।