
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) মো. মিজানুর রহমান ও ইব্রাহিম খলিল নামে দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার দিবাগত রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে র্যাব-১১ তাদের গ্রেপ্তার করে।
বুধবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া জানান, তারা নারায়ণগঞ্জের বন্দর থানার গত ২ আগস্ট সন্ত্রাস দমন আইনে করা একটি মামলার আসামি। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।