সায়েদাবাদ এলাকা থেকে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব।

রোববার দিবাগত রাতে তদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল পাসপোর্ট, জাল ভিসা ও বিমানের জাল টিকেট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ পরিচালক মিজানুর রহমান ভূইয়া।

এ বিষয়ে দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জনানো হবে বলে জানান তিনি।