
জাকির হোসেন, সিংগাইর, মানিকগঞ্জঃ পূর্ব শত্রুতার জের ধরে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়ার সংলগ্ন বি-কালিয়াকৈরে সহিংসতার খবর পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনায় মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ জামিল হোসেন(৩২) গুরুতর আহত হয়। তার সারা শরীরে জখমের চিহ্ন রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় জনগণ ক্রাইম পেট্রোল বিডি মানিকগঞ্জকে জানান, মৃত-হাসেম বেপারীর ছেলে মোঃ আব্দুস সালাম(২৮) এবং মোঃ-আনোয়ার হোসেন এর ছেলে মোঃ জামিল হোসেন(৩২) এর সাথে পুর্ব থেকেই বিরোধ ছিলো। গত শুক্রবার মাগরিবের আযানের আগে মোঃ জামিল হোসেন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। মোঃ আব্দুস সালাম তাকে লক্ষ্য করতে থাকে। তিনি আগে থেকেই ৭-৮ জনের একটা সংঘবদ্ধ দল বি-কালিয়াকৈরে দেশীয় অস্ত্রসস্ত্র এবং লাঠিসোটা নিয়ে সুযোগ বুঝে তাকে আক্রমন করে।
তার দেহের বিভিন্ন স্থানে ট্যাটা দিয়ে জখম করে, মাথায় ধারালো অস্ত্রের কোপসহ, লাঠি দিয়ে তার পায়ে আঘাত করে ভেঙ্গে দেয় এবং হাতের দুটি নখ সমুলে নস্ট করে দেয়। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম ক্লিনিকে পাঠানো হয়।
মোঃ জামিলের পরিবারবর্গ জানায়, তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের ফলে তার শারিরিক অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ জনাব রকিবুজ্জামান জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিংগাইর থানায় আটজনের নামে অভিয়োগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সুষ্ঠ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যাবস্থা গ্রহণকরা হবে।