সিইসিকে সরে দাঁড়ানোর আহ্বান বিএনপির

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বিদায়ী সিইসির চেয়ে বেশি ‘শাসক দলের অনুগত’ মন্তব্য করে তাকে ওই পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিএনপি।

দলের বক্তব্য, ‘তার (নুরুল হুদা) অতীত কর্মকাণ্ড এবং প্রধান নির্বাচন কমিশনার ঘোষণার পরপরই দেওয়া বিভিন্ন বক্তব্যে তিনি যে কমিটেড আওয়ামী লীগার সেটি ফুটে উঠেছে।’

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীনে ও সরকারের হুকুমে রকিবউদ্দীন কমিশন নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ৫ জানুয়ারির তামাশার নির্বাচন ইতিহাসে বিবর্ণ কালো অধ্যায় হয়ে রয়েছে। জাতি কাজী রকিবউদ্দিনকে কোনো দিন ক্ষমা করবে না। এবারেও যিনি প্রধান নির্বাচন কমিশনার হলেন সেটি আওয়ামী দলীয় চেতনায় কাজী রকিবউদ্দিন এর চেয়েও আরো কয়েক ধাপ অগ্রবর্তী।’

নতুন সিইসির অধীনে সম্ভব নয় মন্তব্য করেন বিএনপির এই নেতা বলেন, ‘তার অধীনে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে দেশের মানুষের মধ্যে আস্থার সৃষ্টি হয়নি।’

‘তার অধীনে নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগের অনুকূলে অসদোপায় অবলম্বন করে তিনি যে ভোট ও নির্বাচনী ব্যবস্থাকে চূড়ান্তভাবে নির্মূল করার বিপজ্জনক প্রতিজ্ঞা নিয়ে কাজ করবেন না সেটি কে বলতে পারে? সুতরাং জনমতের প্রতি সম্মান জানিয়ে তিনি সাংবিধানিক পদ থেকে সরে দাঁড়ালে জাতি তাকে স্বাগত জানাবে’, বলেন রিজভী।

বিএনপি ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলুন গদি ছেড়ে দিয়ে একটি অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করে সেই সরকারের মাধ্যমেই নির্বাচন অনুষ্ঠিত করতে, তাহলেই বোঝা যাবে কোন দল রাজনৈতিক প্রাঙ্গণে অপ্রাসঙ্গিক হয়েছে। কার ভুল হয়েছে বিএনপি না আওয়ামী লীগ, সেটি জনগণই বিচার করবে।’

সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মন্তব্যের সমালোচনা করে বিএনপি এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রকৃত হত্যাকারী কে তা রহস্যজালে ঢেকে আছে। কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডকে এড়িয়ে যাচ্ছে তা নিয়ে মানুষের মনে এক দীর্ঘ প্রশ্নের উদ্রেক হয়েছে। নিশ্চয়ই এর পেছনে রাঘব বোয়ালেরা জড়িত।’

পাঁচ বছরেও প্রকৃত খুনিদের বের করতে না পারা জাতির জন্য লজ্জার মন্তব্য করে অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় নেওয়ার জন্য আবারও জোর দাবি জানান বিএনপির এই নেতা।