নিজস্ব প্রতিবেদক, সিলেট : ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রোববার দুপুর থেকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে (সিওমেক) কর্মবিরতি করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের যুগ্ম আহ্বায়ক রাহাত বিন আমিন জানান, গত শুক্রবার দুপুরে সিলেট নগরীর রিকাবিবাজারে ইন্টার্ন চিকিৎসক পরিষদের আহ্বায়ক বনি ইয়ামিন খানের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে বনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হামলার ঘটনায় ওই দিন রাতেই সজীব দাস নামে একজনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে নগরীর কোতোয়ালি থানায় মামলা করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
তিনি জানান, হামলকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রোববার দুপুর থেকে ওসমানী হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে জরুরি বিভাগে তারা চিকিৎসাসেবা দিচ্ছেন।