ক্রীড়া ডেস্ক : সান্ডারল্যান্ডের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে চেলসি। টানা দশম জয়ে শীর্ষস্থানে অবস্থান করছে অলব্লুসরা।
১৬ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। ১টি ড্র ও ২টি হেরেছে শিরোপা প্রত্যাশী দলটি। ৪০ পয়েন্ট নিয়ে শক্তিশালী অবস্থানে আছে চেলসি। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের থেকে ৬ পয়েন্ট এগিয়ে আছে চেলসি।
লিভারপুলও নিজেদের ১৬তম ম্যাচে জয় তুলে নিয়েছে। মিডলসবরকে ৩-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। দলের হয়ে জোড়া গোল করেন মিডফিল্ডার অ্যাডাম লালানা, অন্য গোলটি বেলজিয়ামের ফরোয়ার্ড দিভোক ওরিগির।
সান্ডারল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই ১-০ গোলে জয় পেয়েছে চেলসি। জয়সূচক একমাত্র গোলটি করেন সেস ফাব্রেগাস। ম্যাচের ৪০ মিনিটে উইলিয়ানের বাড়ানো পাস থেকে লক্ষ্যভেদ করেন ফাব্রেগাস। এরপর কোনো দলই আর গোলের দেখা পায়নি।
এ দিনেরই আরেক ম্যাচে জয় পেয়েছে ম্যানচেষ্টার সিটি। ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে সিটি। ইত্তিহাদ স্টেডিয়ামে সিটির জয়ে একটি করে গোল করেন বলো সাবালেতা ও ডাভিড সিলভা। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সিটির অবস্থান চতুর্থ স্থানে।


