
ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে সিডনে ও’লিন ক্রিকেট ও ফুটবল দুটোই খেলেছেন। ইংল্যান্ডের ঘরোয়া লিগে ক্রিকেট ও ফুটবল দুটোই সমানতালে খেলে গিয়েছেন। অবসরে যাওয়ার আগেও ক্রিকেট-ফুটবল এমনভাবে খেলেছেন যে তাকে কোন পরিচয়ে পরিচিত করবেন তা নিয়েও ছিল দ্বিধায় অনেকে!
দক্ষিণ আফ্রিকার ‘রিয়েল অলরাউন্ডার’ আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নিজ শহর কেপটাউনে ৮৯ বছর বয়সে মারা গেছেন সিডনে ও’লিন। প্রাক্তন বাঁহাতি উইকেটরক্ষক এ ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯৬০ থেকে ১৯৬১ সালের মধ্যে ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন।
এ ছাড়া ৯২টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ৩৫.৬২ গড়ে রান করেছেন ৪ হাজার ৫২৫। উইকেটরক্ষক হলেও বিভিন্ন পজিশনে ফিল্ডিং করেছেন । ৯৭ ক্যাচ ও ৬টি স্ট্যাম্পিং নামের পাশে যুক্ত আছে তার। ইংল্যান্ড সফরে ট্রান্সভালের হয়ে ৬৮.৭৮ গড়ে ৬১৯ রান করেছিলেন ও’লিন। ওই সফরেই এক ম্যাচে ট্রেন্ট ব্রিজে সাড়ে পাঁচ ঘন্টা ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা ৯৮ রান করেছিলেন তিনি।
ফুটবলে দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯৪৭ সালে একটি মাত্র ম্যাচ খেলেছেন ও’লিন। এছাড়া ইংলিশ ফুটবল ক্লাব চার্লটন অ্যাথলেটিকের হয়ে প্রথম বিভাগ ফুটবল এবং কেন্টের হয়ে ১৯৫১ থেকে ১৯৫৪ পর্যন্ত উইকেটরক্ষকের ভূমিকায় ছিলেন তিনি।