আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় যতোই ঘন আসছে ট্রাম্প-হিলারি শিবিরের প্রচারণা ততোই জোরদার হচ্ছে। হাতে সময় আছে আর মাত্র তিনদিন। শেষ মুহূর্তে সিদ্ধান্তহীন ভোটারদের প্রভাবিত করতে জোরেশোরে প্রচারণায় নেমেছেন দুই প্রার্থী।
এবিসি নিউজ চ্যানেল ও ওয়াশিংটন পোস্টের সর্বশেষ জরিপে দেখা গেছে, নির্বাচনে জনপ্রিয়তার দিক থেকে হিলারি-ট্রাম্পের ব্যবধান ৪৭%-৪৫%। অর্থাৎ দুজনের মধ্যে ব্যবধান সামান্য। যে কোনো মুহূর্তে এগিয়ে যেতে পারেন ট্রাম্প। আবার লস অ্যাঞ্জেলস টাইমস তাদের জরিপে জানিয়েছে, হিলারির চেয়ে ৫ শতাংশ এগিয়ে আছেন ট্রাম্প। গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, গড়ের দিক থেকে উভয় প্রার্থীর সমর্থন প্রায় অপরিবর্তিতই রয়ে গেছে। সর্বশেষ শুক্রবার পাওয়া জরিপের ফল অনুযায়ী ট্রাম্পের চেয়ে ১ দশমিক ৭ শতাংশ এগিয়ে আছেন হিলারি।
পরিস্থিতি যখন প্রায় সমানে সমান তখন সিদ্ধান্তহীন ভোটারদের প্রভাবিত করার জন্য রাজ্যে রাজ্যে ছুটছেন হিলারি-ট্রাম্প। অর্থাৎ যেসব ভোটার এখনো সিদ্ধান্ত নেননি ভোট দেবেন কি না বা দিলেও কাকে দেবেন তা বুঝে উঠতে পারছেন না তাদেরকে টানতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দুই প্রার্থী। গত মার্চে প্রাইমারি নির্বাচনের সময় দেখা গিয়েছিল প্রতি ১০ জনে একজন ভোটার সিদ্ধান্তহীন রয়েছেন ভোটের ব্যাপারে। তবে পরিস্থিতি এখন কিছুটা বদলেছে। হাফিংটন পোস্ট তাদের সর্বশেষ জরিপে জানিয়েছে, বর্তমানে প্রতি ২০ জনে একজন এখনো সিদ্ধান্তহীন রয়েছেন।
হিলারি ও ট্রাম্প দুজনেই ওহাইও এবং পেনসিলভানিয়াতে সমাবেশ করেছেন। মঙ্গলবারের নির্বাচনে এ দুটি রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে আভাস মিলেছে। ট্রাম্প অবশ্য নিউ হ্যাম্পশায়ারেও প্রচারণা চালিয়েছেন। এখানে তিনি হিলারি বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, ডেমোক্রেট প্রার্থী যুক্তরাষ্ট্রে সিরিয়ার শরণার্থীদের সংখ্যা ৫৫০ শতাংশ বাড়াতে চাচ্ছেন। মূলত, মুসলিমবিরোধিতাকে এখানে কাজে লাগাতে চাইছেন ট্রাম্প।