
সিদ্ধার্থ শুক্লার হঠাৎ মৃত্যু নিয়ে ভক্তদের মনে ছিল হাজার প্রশ্ন, কেউ মেনে নিতে চাচ্ছিলেন না তার স্বাভাবিক মৃত্যুর ঘটনা। আর তাই মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করেন মুম্বাই পুলিশ। সেটি উপেক্ষা করে সবাই অপেক্ষায় ছিলেন ময়নাতদন্তের রিপোর্টের। প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসক জানান অভিনেতার শরীরে কোনও রকম আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।
চিকিৎসকরা আরো জানান, সিদ্ধার্থ শুক্লার মৃত্যু একেবারেই স্বাভাবিক বলে মনে হচ্ছে। তবে চিকিৎসকরা ময়নাতদন্তের ফাইনাল রিপোর্টের অপেক্ষাতেই রয়েছেন।
সূত্র অনুযায়ী, বুধবার মধ্যরাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সিদ্ধার্থ শুক্লা। শরীর খারাপ লাগায় মাকেও ডাকেন আর তখন তার মা এক গ্লাস পানি খাওয়ানোর চেষ্টা করেন ছেলেকে। কিন্তু ততক্ষণে অভিনেতার শরীর অসাড়। কিছু বুঝতে না পেরে, সিদ্ধার্থের মা ডাকেন অভিনেতার দুই বোনকে। মাঝ রাতেই বাড়িতে আসেন পারিবারিক ডাক্তার। চিকিৎসকের পরামর্শে, অভিনেতাকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের কুপার হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পরে অভিনেতাকে মৃত বলে ঘোষণা করা হয়।
‘বালিকা বধূ’ ও ‘দিল সে দিল তাক’ ধারাবাহিক থেকে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে যান সিদ্ধার্থ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ‘ফিয়ার ফ্যাক্টর’ ও ‘ঝলক দিখলা যা’ শোয়ে অংশ নিয়ে জনপ্রিয়তা কুড়িয়ে নিয়েছিলেন সিদ্ধার্থ। কয়েক মাস আগে শেহনাজ গিলের সঙ্গে ‘সোনা সোনা’ ভিডিও অ্যালবামে দেখা গিয়েছিল তাকে। এমনকি, বলিউডের জনপ্রিয় ছবি ‘হামটি শর্মা কি দুলহানিয়া’তে আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে।
তার মৃত্যুর রহস্য জানতে নেটিজেনেরা অপেক্ষা করছেন ময়নাতদন্তের ফাইনাল রিপোর্টের।