আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে। এতে দেখা যাচ্ছে, সিনেট ও প্রতিনিধি পরিষদে এগিয়ে আছে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।
ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, সিনেটের ১০০ আসনের মধ্যে রিপাবলিকান পার্টি পেয়েছে ৪৭টি আসন। আর ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৪৬ আসন। এখনো ৭টি আসনের ফলাফল ঘোষণা করতে বাকি আছে।
এদিকে প্রতিনিধি পরিষদেও এগিয়ে আছে রিপাবলিকান পার্টি। প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে ঘোষিত বেসরকারি ফলাফলে রিপাবলিকানরা পেয়েছে ১৮৮টি আসন। আর ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ১২৬টি আসন।
অন্যদিকে, দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ঘোষিত বেসরকারি ফলাফলে এখনো পর্যন্ত প্রায় সমান সমান ইলেক্টরাল ভোট নিয়ে এগিয়ে যাচ্ছেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প।