
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলার স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও দাফনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমা ‘আগস্ট ১৯৭৫’। সিনেমায় ইতিহাসের মহানায়ক জাতির পিতাকে হত্যার বীভৎস হৃদয়স্পর্শী ঘটনা তুলে ধরে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি নির্মাণ করেছেন সেলিম খান।
বুধবার (১১ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
রোববার (১৫ আগস্ট) ‘সিনেবাজ’ অ্যাপসে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। সম্পূর্ণ বিনামূল্যে এটি দেখতে পাবে দর্শক। এমনটাই জানিয়েছেন সেলিম খান।
সিনেমাটি প্রসঙ্গে সেলিম খান বলেন, জাতির পিতাকে হত্যা এবং দাফন পরবর্তী দেশের বিভিন্ন অবস্থা সিনেমায় তুলে ধরেছি। আমার বিশ্বাস এ সিনেমার মাধ্যমে নতুন প্রজন্ম ১৫ আগস্টের সঠিক ইতিহাস জানতে পারবে।
‘আগস্ট ১৯৭৫’ সিনেমার চিত্রনাট্য করেছে শামীম আহমেদ রনী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফজলুর রহমান বাবু, তাসকিন রহমান, মাসুমা রহমান নাবিলা, দিলারা জামান, তৌকীর আহমেদ, তানভিন সুইটি, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।