
বিনোদন ডেস্ক: ‘বলিউড বাদশা’ ছাড়াও ‘কিং অব রোমান্স’ হিসেবে খ্যাত শাহরুখ খান। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বীরজারা’, ‘মোহাব্বতে’সহ আরো অনেক রোমান্টিক সিনেমা উপহার দিয়েছেন তিনি।
রাজ-সিমরান এরপর রাহুল, টিনা ও অঞ্জলী- হিন্দি সিনেমার দর্শকের এই নামগুলো ভোলার কথা নয়। ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় টিনা চরিত্রে রানী মুখার্জি এবং অঞ্জলী চরিত্রে কাজলের সঙ্গে রাহুল চরিত্রে শাহরুখ রোমান্স করেছিলেন।
আজ সকালে এই সিনেমার দুই নায়িকার সঙ্গে ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের চমকে দিয়েছেন শাহরুখ। এতদিন পর একসঙ্গে তিনজনকে দেখে ভক্তরা খুশি। রানী ও কাজলের সঙ্গে শাহরুখের ছবি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টুইটার- সব সোশ্যাল অ্যাকাউন্টেই কয়েক লক্ষাধিক লাইক পেয়েছে।
কাজল ও রানী সম্পর্কে কাজিন। তবে শোনা যায়, তাদের সম্পর্ক ভালো নয়। কিছুদিন আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা হলেও তারা কথা বলেননি। তবে শাহরুখের শেয়ার করা ছবিটি সামনে আসার পর কেউ কেউ বলছেন, শাহরুখ বলেই দুই বোনকে এক ফ্রেমে আনতে পেরেছেন।
এই নায়িকাদের পাশাপাশি শ্রীদেবী, কারিশমা ও আলিয়া ভাটের সঙ্গেও ছবি শেয়ার করেছেন শাহরুখ। শ্রীদেবীর সঙ্গে ‘আর্মি’ ছবিতে অভিনয় করেছিলেন। অন্যদিকে কারিশমা ও আলিয়ার সঙ্গে শাহরুখকে দেখা গিয়েছিল ‘দিল তো পাগল হ্যায়’ ও ‘ডিয়ার জ়িন্দেগি’ সিনেমায়।
ছবির ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘কোনো কোনো রাতে আকাশের তারার থেকেও বেশি ঝলমল করে পাশে থাকা তারারা। তোমাদের সৌন্দর্য ও ভালোবাসার জন্য ধন্যবাদ।’