
‘ফেয়ার অ্যান্ড লাভলি’ এর মাধ্যমে জনপ্রিয়তা পান ইয়ামি গৌতম। বর্তমানে সিনেমাতে ব্যাস্ত সময় পার করছেন অভিনেত্রী। সম্প্রতি ভুত পুলিশ নামে সিনেমার প্রচার অনুষ্ঠানে এক চিত্র গ্রাহক বলে ওঠেন ‘ও ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ একটু এদিকেও তাকান। এই কথার ভিত্তিতে রেগে জান ইয়ামি।
ইয়ামি তখনই বলে ওঠেন, ‘আর একবার বলে দেখো…! সম্মান দিয়ে বলো, এসব নামে ডাকবে না আমাকে… তবে কোনো খারাপ আচরণ না করে হাসিমুখেই উত্তর দেন ইয়ামি। আর এর পরে সাথে সাথে ক্ষমাও চেয়ে নেন চিত্র গ্রাহক।
সূত্র অনুসারে জানা যায়, সম্প্রতি ‘ভূত পুলিশ’ সিনেমার প্রচারমূলক অনুষ্ঠানে গিয়েছিলেন ইয়ামি। সাদা পোশাকে সেজে এসেছিলেন অভিনেত্রী। তার স্টাইল স্টেটমেন্টে বজায় ছিল মিশরীয় লুক। তবে কানে পরেছিলেন কাশ্মিরী ঘরানার গয়না।
সাইফ আলি খান, অর্জুন কাপুর, ইয়ামি গৌতম এবং জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত ‘ভূত পুলিশ’ সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে আগামী ১৭ সেপ্টেম্বর।
ছোট পর্দার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন ইয়ামি। তবে পরবর্তীকালে বেশ সুনাম কুড়িয়েছেন সিনেমাজগতে। বলিউডের একগুচ্ছ হিট ছবিতে কাজ করেছেন তিনি।
তবে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ ক্রিমের বিজ্ঞাপন করে ‘রোষানলে’ পড়েছিলেন ইয়ামি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীকে নিয়ে সেই সময় ট্রোল-মিমের অন্তও ছিল না। কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছিল ফর্সা হওয়ার প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনী দূত হিসেবে।
প্রসঙ্গত, বলিউডের পাশাপাশি পাঞ্জাবি, তামিল, তেলুগু, মালায়ালামসহ কন্নড় ছবিতেও অভিনয় করেছেন ইয়ামি। বর্তমানে নিজের ব্যক্তিগত এবং কর্মক্ষেত্র দুই জীবনে দারুণ সফল এই অভিনেত্রী। কিছুদিন আগেই ‘উরি’ পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইয়ামি। পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে তারা বিয়ে সারেন।