সিনেমায় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন বিজয়

সমগ্র ভারতে তার জনপ্রিয়তা পাওয়া তামিল সুপারস্টার থালাপাতি বিজয়। তার জনপ্রিয়তা আন্তর্জাতিক অঙ্গনেও। বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘বিস্ট’ সিনেমার শুটিং নিয়ে। এই শুটিংয়ের মাঝেই নতুন সিনেমার খবর শোনা গেল। আর নতুন সিনেমায় বিজয়ের পারিশ্রমিক নিয়েও জোর গুঞ্জন সিনেপাড়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, ‘মহর্ষি’ পরিচালক বামশি পেডিপল্লি থালাপতি বিজয়ের সঙ্গে বেশ কয়েক মাস ধরে নতুন সিনেমা নিয়ে আলোচনা করছেন। এ খবর সংগীতশিল্পী কৃশ নিশ্চিত করলেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ ব্যাপারে সামাজিক পাতায় একটি পোস্ট করলেও পরে তা মুছে দেন ওই সংগীতশিল্পী।

নতুন খবর হলো, বিজয় নিশ্চিত করেছেন তার নতুন সিনেমার পরিচালক বামশি পেডিপল্লি এবং প্রযোজনা করবেন দিল রাজু। গুঞ্জন চাউর, তামিল-তেলেগু ভাষার এ সিনেমায় চুক্তি সেরেছেন বিজয় এবং যে অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন, তা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে সর্বোচ্চ।

যদি এ খবর বিশ্বাস করেন, তবে থালাপতি বিজয় তার ৬৬তম সিনেমার জন্য পারিশ্রমিক নিচ্ছেন ১২০ কোটি রুপি।

তেলেগু সিনেমায় অভিষেকেরও জোর গুঞ্জন রয়েছে থালাপাতির। শোনা যাচ্ছে, বিজয়ের ৬৭তম সিনেমাও প্রযোজনা করবেন দিল রাজু। আর এ সিনেমা পরিচালনা করবেন তরুণ নির্মাতা দেশিং পেরিয়াসামি।