সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। কিছুদিন আগেই তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর জন্য জুরি বোর্ডের সদস্য হিসাবে নির্বাচিত করা হয়।
জানা গেছে, ইতোমধ্যেই তিনি বিচার কাজ শুরু করেছেন। নিজের গানের ব্যস্ততার পাশাপাশি এ কাজটিও খুব গুরুত্বের সঙ্গে করছেন বলে জানান এ শিল্পী। প্রথমবার জুরি বোর্ডে কাজ করছেন তিনি।
অভিজ্ঞতা জানিয়ে ন্যান্সি বলেন, ‘একের পর এক সিনেমা দেখছি। ভালো লাগছে। সেগুলো দেখার পর বিচার বিশ্লেষণ করেই নাম্বার দিচ্ছি। কাজটি মনোযোগ দিয়ে করছি, সঙ্গে উপভোগও করছি। কাজটি করতে গিয়ে কখনো খারাপ লাগছে না, বা মনেও হচ্ছে না যে, এ কাজটি আমার নয়। কারণ সিনেমা তো শুধু গল্প আর অভিনয় নয়, সেখানে নাচ, গান থেকে শুরু করে আরও অনেক উপকরণ থাকে। যার সবকিছু বিচার করেই একেকটি শাখায় পুরস্কার দেওয়া হয়। তাই জুরির দায়িত্ব পালন নিত্যদিনের কাজের মতোই মনে হচ্ছে।’