সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির উপদেষ্টাম-লির সদস্য কেএম শরফুদ্দিন মঞ্জুুসহ ছাত্রদলের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরকারি কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে পুলিশ।
এরা হলেন- উপজেলা বিএনপির উপদেষ্টা কেএম শরফুদ্দিন মঞ্জু, ছাত্রদলের প্রাক্তন সহসভাপতি আকরাম হোসেন ওয়ারেশ, জুয়েল রানা, মানিক সেখ, পৌর ছাত্রদল নেতা রিপন ও শামীউল ইসলাম।
উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে দায়েরকৃত একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।