সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই ব্যক্তির নাম হাসেম আলী (৪৬)। মানসিক ভারসাম্যহীন হাসেমের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এনায়েতপুরের আজুগড়া গ্রাম থেকে হাসেমের লাশ উদ্ধার করা হয়। তিনি এনায়েতপুর থানার মেঘুল্লা সরাকুড়া গ্রামের মৃত শুকুর আলী মন্ডলের ছেলে।
এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)রাশিদুল ইসলাম বিশ্বাস জানান, দরিদ্র পরিবারের সন্তান হাসেম আলী। বেশ কিছুদিন যাবত অর্থ কষ্টে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। বুধবার রাতে হাসেম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
আজ সকালে আজুগড়া গ্রামের তাহের হাজীর বাড়ির পেছনে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে এনায়েতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।