সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ও কালিয়া হরিপুর থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলো- সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের বানিয়াগাঁতী গ্রামের আনিছুর রহমানের মেয়ে শারমিন খাতুন (১৯) ও সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী পশ্চিমপাড়ার আরিফুল ইসলামের স্ত্রী আশা খাতুন (২৮)।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম-২ জানান, কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী পশ্চিমপাড়া গ্রামে আরিফুলের বাড়িতে তার স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
অপরদিকে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক জানান, গত কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে শারমিন। বুধবার রাতে তুচ্ছ ঘটনায় বাবা-মার সঙ্গে তার কথাকাটাকাটি হয়। পরে রাতের কোনো এক সময়ে তার বড় ভাই রতনের ঘরে সে আত্মহত্যা করে।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
দুটি ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার দুই উপ-পরিদর্শক।