সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির ৬ সদস্যকে আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির ৬ সদস্যকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)সদস্যরা।

 

এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, ৭টি মোবাইল ফোন, ৩টি আংটি, ৬টি ম্যানিবাগ, ২টি ঘড়ি, অজ্ঞান কাজে ব্যবহৃত বুদ্ধিনাশক নেশাকর দ্রব্য দিয়ে তৈরি বিশেষ হালুয়া ও যৌনশক্তি বৃদ্ধিকরণের ৫টি ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

আটককৃতরা হলেন- গাজীপুরের টঙ্গী পাগার মধ্যপাড়া মহল্লার মৃত সিরাজ উদ্দিনের ছেলে আবদুস সালাম (৫৪), জামালপুরের ইসলামপুর থানার চিনারচর লামাপাড়া মহল্লার মৃত জাবেদ আলীর ছেলে শহর আলী (৪৫), মানিকগঞ্জের ঘিওর থানার নলুঝাউয়া গ্রামের মো. বাছেদ মোল্লার ছেলে মো. সোহেল (৩৪), জামালপুরের সরিষাবাড়ি পিন্না এলাকার মো. সোনা মিয়ার ছেলে মুকুল মিয়া (৩৮), গাজীপুরের জয়দেবপুর থানার কোনাবাড়ী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে মাহবুবুর রহমান মন্টু (৫২) এবং কুড়িগ্রামের চিলমারী থানার মাস্টারপাড়া রমনাবাজার এলাকার মকবুল হোসেনের ছেলে রাজ্জাক হোসেন (৩৫) ।

 

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের শিয়ালকোল বাজারের চাচা-ভাতিজা মুসলিম হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

 

বিকেল ৫টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২, সিপিএসসি সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মো. হাসিবুল আলম।

 

তিনি জানান, শুক্রবার দুপুরে ৮/১০ জনের একটি অজ্ঞান পার্টির দল সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের শিয়ালকোল বাজারে চাচা-ভাতিজা মুসলিম হোটেলের সামনে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

 

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞান পার্টির অন্য সদস্যরা পালিয়ে গেলেও ৬ জনকে আটক করা হয়।