সিরাজগঞ্জে এক কৃষককে শ্বাসরোধে হত্যা, ভাইকে আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় আব্দুল মোতালেব (৬৫) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ভাইকে আটক করেছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের চক গোবিন্দপুর এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার রাতের কোনো এক সময় মোতালেবকে হত্যা করে পাশের বাড়ির খড়ের গাদার কাছে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আব্দুল মোতালেব ঘুড়কা ইউনিয়নের জঞ্জালীপাড়া গ্রামের মৃত আব্দুর হক খানের ছেলে। আটককৃতরা হলেন- চকগোবিন্দপুর গ্রামের চাঁদ আলীর ছেলে রবিউল ও মমিন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, রাতে বাড়ির পাশে বাউল গান শুনতে গিয়ে আব্দুল মোতালেব আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে একই গ্রামের চাঁদ আলীর বাড়ির পেছনে খড়ের গাদার পাশে তার মরদেহ দেখতে পান।

ওসি আরো জানান, আব্দুল মোতালেবকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।