সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে শাহীনুর খাতুন (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার পর থেকে নিহতের স্বামী আব্দুল মালেক পলাতক রয়েছে।
রোববার দুপুর ২টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
শাহীনুর ওই গ্রামের আব্দুল মালেকের স্ত্রী ও একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল উদ্দিন সরদার জানান, শাহীনুর দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। রোববার ভোরের দিকে কোনো এক সময় মারা যান শাহীনুর। খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের বাবার দাবি তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে বলে ওসি জানান।
শাহীনুরের বাবা সাইফুল ইসলামের দাবি, তার মেয়ের জামাই আব্দুল মালেক দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে আসক্ত ছিল। তার পরকীয়ায় বাধা দেওয়ায় শাহীনুরকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়েছে।


