সিরাজগঞ্জে গজেন্দ্রনাথের প্রার্থীতা কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডের সদস্য পদে ডা: গজেন্দ্রনাথ মাহাতোকে অংশগ্রহণের সুযোগ দেওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো: রইস উদ্দিন ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ  আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক হোসেন। তাকে সহযোগিতা করেন আব্দুল্লা আল বাকী ও মহিউদ্দিন মহিম।

মামলার বিবরণে জানা যায়, ডা: গজেন্দ্রনাথ মাহাতো একজন এমবিবিএস ডাক্তার। তিনি ঢাকা শিশু হাসপাতালে কর্মরত।

আইনজীবী ফারুক হোসেন জানান, জেলা পরিষদ নির্বাচনী বিধিমালায় উল্লেখ আছে, কোন ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারি সুযোগ সুবিধা ভোগ করলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন। এমতাবস্থায় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: সাইফুল ইসলাম জেলা পরিষদ নির্বাচনে ডা: গজেন্দ্রনাথ মাহাতোর প্রার্থী হওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসককে লিগ্যাল নোটিশ পাঠান।

নির্ধারিত সময়ে লিগ্যাল নোটিশের জবাব না পাওয়ায় গত ১৫ ডিসেম্বর তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার আদালত উপরোক্ত আদেশ দেন।