সিরাজগঞ্জে গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলহাজ আলী রনি: সিরাজগঞ্জ র‍্যাব-১২ বৃহপ্রতিবার দিবাগত রাতে সিরাজগঞ্জ জেলার সদর থানার বিশ্বরোড কড্ডার মোড়ের বাসস্ট্যান্ড পাঁকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ২১ কেজি ৩০০গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক ব্যাবায়ীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর স্পেশাল কোম্পানি। গ্রেফতারকৃত হলেন, ১।মোঃ—মকবুল হোসেন(৫৫)২), মোঃ-আজির রহমান(৩৮)৩)মোঃ-জাহাঙ্গীর হোসেন(১৯)৪)মোঃ-খোকন বাবু(৩৫)উভয় থানা-কুড়িগ্রাম জেলা-কুড়িগ্রাম ।

সিরাজগঞ্জ র‍্যাব-১২ শুক্রবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  সিরাজগঞ্জ র‍্যাব-১২ ভারপ্রাপ্ত  কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ নেতৃত্ব অভিযান চালিয়ে ২১ কেজি ৩০০ গ্রাম গাঁজা,নগদ টাকাসহ হাতে নাতে ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে বিষয় সিরাজগঞ্জ জেলার সদর থানায়  মাদকদ্রব্য বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।