সিরাজগঞ্জে পুকুর কেটে মাছ চাষঃ কৃষকের সর্বনাশ

নিজস্ব প্রতিবেদক ঃবাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় ২১জুন ২০০১ তারিখে প্রকাশিত জাতীয় ভূমি ব্যবহার নীতি ২০০১ এর ১৭.১ এ বলা হয়েছে কৃষি জমি যতটুকু সম্ভব কৃষিকাজে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জমির প্রকৃতিগত কোন পরিবর্তন আনা যাবে না। ভূমি ব্যবহার নীতি ২০০১ এ উক্ত কথাটি উল্লেখ থাকলেও বাস্তবে তার কোন প্রতিফলনই লক্ষ্য করা যাচ্ছে না। তার অন্যতম উদাহরণ সিরাজগঞ্জে কৃষি জমিকে এক্সক্লেভেটর মেশিনের দ্বারা খননের মাধ্যমে তৈরি করা হচ্ছে হাজার হাজার বিঘা পুকুর।

গত বছরেও যে জমি গুলো থেকে তিন ফসল ফলানো হতো এবছরে এসে সেই জমিতে এক্সক্লেভেটর মেশিন দিয়ে তৈরি করা হচ্ছে পুকুর। আবার সেই পুকুরের মাটি বিক্রি করে ড্রাম ট্রাকের মাধ্যমে ভেঙ্গে ফেলা হচ্ছে সরকারি পাকা রাস্তা। সিরাজগঞ্জের কতিপয় কয়েকটি উপজেলা যেমন তাড়াশ, রায়গঞ্জ ও উল্লাপাড়ায় লক্ষ্য করা হয় এই পুকুর খননের দৌরাত্ম একটু বেশি। বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী কোন ব্যক্তি নিজ স্বার্থে কোন জমির শ্রেণী পরিবর্তন করতে পারবে না।

সেক্ষেত্রে ডেপুটি কমিশনার (ভূমি) বরাবর দরখাস্তের মাধ্যমে যদি আদেশ দেওয়া হয় তবে সহকারি কমিশনার ভূমি তা সরেজমিন তদন্তের মাধ্যমে সেই জমির শ্রেণি পরিবর্তনের অনুমতি প্রদান করে থাকেন। অথচ কোন আইনের তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় তৈরি হচ্ছে হাজার হাজার পুকুর।

সরেজমিনে দেখা যায় জেলার তাড়াশ উপজেলায় এই পুকুর খননের ধুম সবচেয়ে বেশি। যেমন উপজেলার নওগাঁ ইউনিয়নে ঘুরে দেখা যায় মালিপাড়া, মাটিয়া, খোলাবাড়িয়া, চৌপাকিয়া, ভাটরা, বাঁশবাড়িয়া, ভায়াট, কালিদাসনিলী, দেবিপুর, মহিষলুটি, নওগাঁ, আবার সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর, কাউরাইল, তাড়াশ, সোলাপাড়া, বোয়ালিয়াসহ বেশ কয়েকটি জায়গায় পুকুর খনন করা হচ্ছে।

এই পুকুর খননকে আবার অনেকেই ব্যবসায়িক দৃষ্টিকোন থেকে দেখছেন। জমির মালিক কিছু অসাধু ব্যক্তিকে চুক্তির মাধ্যমে তার জমি দিয়ে থাকেন এবং ওই অসাধু এক্সক্লেভেটর মালিক সেই জমিতে পুকুর খনন করে নেন। শুধু তাই নয় মাটি বিক্রি করেও হাতিয়ে নেন কারি কারি টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক জানান, এভাবে পুকুর কাটলে আগামীতে আমাদের চাষযোগ্য আর কোন কৃষি জমি থাকবে না আর ব্রিজের মুখে পুকুর কাটায় বৃষ্টির পানি বের হতে না পাড়ায় আমাদের প্রতিনিয়তই পরতে হচ্ছে জলাবদ্ধতায়। আর এই জলাবদ্ধতার কারণে আমরা ফসল ফলাতে পারছি না। তাই প্রশাসনের কাছে আমাদের জোড় দাবি পুকুর কাটা বন্ধ করতে হবে।

এ বিষয়ে তাড়াশ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ওবায়দুল্লাহ এর সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, প্রশাসনিক ভাবে পুকুর কাটা বন্ধে অভিযান চলমান আছে। যেখানেই অভিযোগ পাচ্ছি তাৎক্ষনিক ভাবে সেখানেই অভিযান পরিচালনা করছি। এই অভিযানে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি।