সিরাজগঞ্জে ফোন ছিনতাইকালে আটক ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল ফোন ছিনতাইয়ের সময় ৩ ছিনতাইকারীকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। রোববার (০৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলার সদর ইউনিয়নে বগুড়া-পাবনা মহাসড়কে চালা গ্রামে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া মডেল থানার ওসি দিপক কুমার দাস জানান, উল্লাপাড়া পৌর এলাকার শামচুল আলমের ছেলে মেহেদী হাসান মায়ের পেটে ব্যথা উঠায় রাত ১১টার দিকে ডাক্তার আনার জন্য হাইওয়ে সড়কে যায়। এসময় ৩ ছিনতাইকারী তার গতিপথ রোধ করে। ফোন দেয়ার কথা বলে মেহেদীর কাছে থাকা স্মার্ট ফোনটি ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় মেহেদীর চিৎকারে স্থানীয় লোকজন ওই ৩ ছিনতাইকারীকে আটক করে জাতীয় সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাই হওয়া ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে এবং কিশোর গ্যাং এর ৩ ছিনতাইকারীকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

আটককৃত ছিনতাইকারীরা হলেন- বেলকুচি উপজেলার আগুড়ীয়া গ্রামের মো. বাবু সরকারের ছেলে মো. আলিফ সরকার(২০), বগুড়া উপজেলার খান্দার গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সামিউল ইসলাম, উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের পারমনোহরা গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. জুলকার নাঈম বাঁধন। এরা সবাই উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ২য় বর্ষের ছাত্র।

এ বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন জানান, রোববার রাত ১১ টার দিকে জাতীয় সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ছিনতাইকারী ওই তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করা হয়।

সোমবার (৮ ফেব্রুয়ারি) আটককৃতদের বিরুদ্ধে মামলা রজু করে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।