সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রপাতে মিম খাতুন (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আম্বিয়া খাতুন (১০) নামে আরেক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধুলঘাগড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিম খাতুন ওই গ্রামের রবি আলমের মেয়ে ও স্থানীয় অনুশলীন শিক্ষা নিকেতনের চতুর্থ শ্রেণির ছাত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য ময়নাল হক জানান, বৃষ্টির মধ্যে মিম ও আম্বিয়া খাতুন পুকুরে গোসল করছিল। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মিম মারা যায় এবং আম্বিয়া খাতুন আহত হয়।