সিরাজগঞ্জে বাসচাপায় এক রাজমিস্ত্রি নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি : রাস্তা পারাপারের সময় বাসচাপায় রওশন আলী (৪৫) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

রোববার বেলা ১১টায় পাবনা-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্যামলীপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

রওশন আলী উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চর সাতবাড়িয়া গ্রামের সোনা খানের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, রওশন আলী কাজের সন্ধানে উল্লাপাড়ায় এসেছিলেন। শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় পাবনাগামী যাত্রাবাহী একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।