সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিবেদকঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-আমিন (৩০) নামে এক চাল কল শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বাজারে সোনালী অটোরাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। আল-আমিন একই উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই মিলের সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. আহসান হাবীব জানান, দুপুরে মিলে কাজ করার সময় অবসাবধনতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন আল-আমিন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।