সিরাজগঞ্জে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির অপসারন ও বিচারের দাবিতে মানববন্ধন

চলনবিল প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে স্কুলের সম্পত্তি সন্তানের নামে লিখে দেওয়া, অর্থ লোপাটসহ নানা অপকর্মে সম্পৃক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির অপসারন ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে তাড়াশ প্রেসক্লাবের সামনে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসির উদ্যোগে কর্মসূচিটি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, উপজেলার দিঘি সগুনা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মির্জা আব্দুর রশিদ বকুল অন্যায়ভাবে স্কুলের সম্পত্তি নিজের সন্তান মির্জা ফারুখ আহম্মেদের নামে হস্তান্তর, অর্থ লোপাটসহ নানা অপকর্মে জড়িত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন করেছেন। আমরা অনতিবিলম্বে হস্তান্তরকৃত সম্পত্তি ফেরত দেওয়ার পাশাপাশি ভুমিদস্যু, অর্থ লোপাটকারি সভাপতির অপসারন ও বিচার চাই।