সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলুকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে পৌর এলাকার সান্দাইল বটতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব আজাদ হোসেনের ছোট ভাই ও পৌর এলাকার ঝিকিড়া মহল্লার সরাফত আলীর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান কওশিক আহমেদ জানান, হরতাল-অবরোধ চলাকালে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।