তানজির টিটো বিশেষ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে আটটি দেশীয় পাইপগানসহ গোপাল চন্দ্র সুত্রধর (৩৪) নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৮ আগষ্ট) ভোর সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরনবীপুর কান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটক গোপাল চন্দ্রসুত্রর উপজেলার দৌলতপুর মিস্ত্রীপাড়া গ্রামের হরিপদ চন্দ্র সুত্রধরের ছেলে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের জন্য উপজেলার মুকুন্দগাতী বাজারে ডিবি পুলিশের একটি দল অবস্থান করছিল।
এসময় গোপন সংবাদ পাওয়া যায় দৌলতপুর ইউপির চরনবীপুর এলাকায় একজন অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতি দেখে অস্ত্র ব্যবসায়ী গোপাল দৌড়ে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের দল তাকে আটক করেন।
এ সময় গোপালের কাছে থাকা একটি ব্যাগের মধ্য থেকে ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় বেলকুচি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।