সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা কারাগারে পরেশ চন্দ্র রবিদাস (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
পরেশ চন্দ্র রবিদাস রায়গঞ্জ উপজেলার মালতিনগর গ্রামের রাজ কুমার রবিদাসের ছেলে।
মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজায় গত ২৭ ডিসেম্বর থেকে তিনি কারাগারে ছিলেন।
সিরাজগঞ্জ কারাগারের সুপার আল মামুন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরেশের মৃত্যু হয়।
তিনি আরো জানান, শ্বাসকষ্টজনিত কারণে কয়েক দিন ধরেই পরেশ কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভোরে অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।